তারুণ্যের উৎসব ২০২৫ |
বর্ণনাঃ ১৬ ডিসেম্বর ১৯৭১ সালে স্বাধীনতা যুদ্ধের পর পাকিস্তান রেড ক্রস সোসাইটির পূর্ব পাকিস্তান ব্রাঞ্চ বাংলাদেশ জাতীয় সোসাইটি হিসেবে আত্নপ্রকাশ করে এবং ২০ ডিসেম্বর ১৯৭১ সালে বাংলাদেশ সরকারের নিকট স্বীকৃতি লাভের জন্য আবেদন করেন ।৪ জানুয়ারী, ১৯৭২ সালে বাংলাদেশ সরকারের এক আদেশের মাধ্যমে বাংলাদেশ রেডক্রস সোসাইটি গঠিত হয় । এরপর ৩১ মার্চ, ১৯৭৩ সালে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের মহামান্য রাষ্টপতি বাংলাদেশ রেডক্রস সোসাইটি আদেশে ১৯৭৩(পিও-২৬) জারি করেন । এই আদেশের বলে ১৬ ডিসেম্বর, ১৯৭১ সাল থেকে বাংলাদেশ রেডক্রস সোসাইটি স্বীকৃতি লাভ করে ।
৪ এপ্রিল ১৯৮৮ সালে রাষ্ট্রপতি আদেশের সংশোধনী বলে "বাংলাদেশ রেডক্রস সোসাইটি" নাম পরিবর্তন করে " বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি" করা হয় ।
বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি মূলনীতিঃ
১। মানবতা ২। পক্ষপাতহীনতা ৩। নিরপেক্ষতা ৪। স্বেচ্ছামূলক সেবা ৫। স্বাধীনতা ৬। একতা ৭। সার্বজনীনতা
বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি কার্যক্রমঃ
বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটির জাতীয় সদর দফতর সরাসরি এবং জেলা ইউনিটের মাধ্যমে নিম্ন বর্ণিত সেবামূলক কার্যক্রম নিয়মিত পরিচালনা করে আসছে ।
দূর্যোগ ত্রাণঃ দূর্যোগ প্রস্তুতি, উদ্ধার, প্রাথমিক চিকিৎসা, সীমিত সম্পূরক খাদ্য, জরুরী প্রধান খাদ্য, কাপড়-শীত বস্ত্র, গৃহস্থলী দ্রব্য, অস্থায়ী আশ্রয় ,গৃহ নির্মান প্রকল্প ইত্যাদি ।
স্বাস্থ্য কার্যক্রমঃ হাসপাতাল ,মাতৃসদন হাসপাতাল ,গ্রামীন মাতৃসদন ও শিশু কল্যাণ কেন্দ্র পরিচালনা , প্রাথমিক স্বাস্থ্য পরিচর্যা, এ্যাম্বুলেন্স অক্সিজেন সার্ভিস, রক্ত কর্মসূচী, রোড এ্যাক্সিডেন্ট প্রভৃতি ।
দূযোগ ব্যবস্থাপনা কর্মসূচীঃ সমাজ ভিত্তিক দূর্যোগ মোকাবিলা কর্মসূচী, ঘুনিঝড় প্রস্তুতি কর্মসূচী ও ভূমিকম্প প্রস্ততি এবং সাড়া প্রদান কর্মসূচী ।
অন্যান্য কার্যক্রমঃ প্রতিষ্ঠানিক উন্নয়ন, অনুসন্ধান, প্রাথমিক চিকিৎসা সেবা , যুব স্বেচ্ছাসেবক কার্যক্রম ।
Planning and Implementation: Cabinet Division, A2I, BCC, DoICT and BASIS