Wellcome to National Portal
মেনু নির্বাচন করুন
Main Comtent Skiped
তারুণ্যের উৎসব ২০২৫

Title
ঝালকাঠিতে ইলিশ রক্ষা কার্যক্রমে বিপুল কারেন্টজাল ও মাছ জব্দ
Details

সূর্যালোক নিউজ (৪ অক্টোবর) : প্রধান প্রজনন মৌসুমে ডিমওয়ালা মা ইলিশ রক্ষা কার্যক্রমের আওতায় ঝালকাঠিতে মৎস্য বিভাগ ও প্রশাসনের উদ্যোগে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা ও বিশেষ অভিযান অব্যাহত রয়েছে। রোববার সকাল পর্যন্ত সুগন্ধা ও বিষখালী নদী এবং হাটবাজার সমূহে মোট ৪৫টি মোবাইল কোর্ট ও ৬৬টি অভিযান চালানো হয়। এ সময় দুই লাখ ৬২ হাজার ছয়শ মিটার কারেন্টজাল ও ১৯৬ কেজি ইলিশ মাছ জব্দ করা হয়েছে। ওই জালের দাম প্রায় ৪০ লাখ টাকা। নিষেধাজ্ঞা উপেক্ষা করে ইলিশ শিকার করায় আটক হয়েছে ১৫ জেলে। এরমধ্যে ১০ জনকে বিভিন্ন মেয়াদে কারাদন্ড দেয়া হয়েছে। বাকি পাঁচ জনের কাছ থেকে জরিমানা বাবদ আদায় করা হয়েছে ২৪ হাজার টাকা। এছাড়া পালানোর সময় জেলেদের ফেলে যাওয়া একটি নৌকা বিক্রি করে পাওয়া গেছে এক হাজার টাকা।

জেলা সদরের পুরান কলেজ খেয়াঘাট এলাকায় রোববার সকালে ১৫ হাজার মিটার কারেন্টজাল জনসম্মুখে পুড়িয়ে ফেলা হয়। এছাড়া ৭৫ কেজি ইলিশ মাছ বিতরণ করা হয় সরকারি শিশু পরিবার ও বিভিন্ন এতিমখানায়। এ সময় জেলা প্রশাসক রবীন্দ্রশ্রী বড়ুয়া, পুলিশ সুপার সুভাষ চন্দ্র সাহা ও জেলা মৎস্য কর্মকর্তা মোঃ রেজাউল করিমসহ বিশিষ্টজনরা উপস্থিত ছিলেন।

মৎস্য বিভাগ ২৫ সেপ্টেম্বর থেকে ৯ অক্টোবর পর্যন্ত ১৫ দিনকে ইলিশের প্রধান প্রজনন মৌসুম হিসেবে ঘোষণা করেছে। এ সময় ইলিশ ধরাসহ ইলিশ আহরণ, পরিবহন, মজুদ, বাজারজাতকরণ ও বিক্রি নিষিদ্ধ করা হয়েছে।

Images
Attachments