ঝালকাঠী জেলার রমানাথপুর গ্রামে
ঝালকাঠী থেকে অটো বা মটরবাইক অথবা অন্য যে কোন যানবাহনে করে কীত্তিপাশা । কীত্তিপাশা থেকে রুনসী হয়ে রমানাথপুর। ভারাঃ ঝালকাঠী থেকে কীত্তিপাশা অটোতেঃ ২০ টাকা কীত্তিপাশা থেকে অটোতে দিঘীতে ১০ টাকা।
0
রমানাথপুরে অনেকগুলো দিঘির মধ্যে বেশনাই মল্লিকের দিঘি এখনো আছে। এ দিঘিকে ঘিরে আছে কিংবদন্তী। পাশেই রুনশী গ্রাম বেশনাই মল্লিকের ভবনসমুহের একটির অংশ বিশেষ আছে। দুটো পাম গাছ আছে যাতে ফল ধরেছে।
পরিকল্পনা ও বাস্তবায়নে: মন্ত্রিপরিষদ বিভাগ, এটুআই, বিসিসি, ডিওআইসিটি ও বেসিস