Wellcome to National Portal
মেনু নির্বাচন করুন
Main Comtent Skiped

রাইফেল ক্লাব

ঝালকাঠি রাইফেল ক্লাব বাংলাদেশ ন্যাশনাল শুটিং ফেডারেশনের একটি জেলা শাখা যা ঝালকাঠি কোর্ড বিল্ডিং কমপাউন্ড-এ অবস্থিত। এই ক্লাবটি ১৯৮২ইং সনে অনুমোদন পেয়ে একই বছরে প্রতিষ্ঠা লাভ করে। এই ক্লাবের মূল উদ্দেশ্য হচ্ছে অস্ত্র আইন মেনে চলে যথাসম্ভব দূর্ঘটনা সমূহকে এড়িয়ে নিরাপত্তার বিভিন্ন দিক চিন্তা করে প্রয়োজনীয়তা সাপেক্ষে ক্লাবের সদস্যগনকে ও অন্যান্য শুটারগনকে উৎসাহিত করা। জাতীয় অবস্থার প্রয়োজনে লাগতে পারে এ উদ্দেশ্যে ঝালকাঠি জেলা ও এর সন্নিহিত এলাকা সমূহের নাগরিক, সচেতন স্কুল, কলেজ, বিশ্ববিদ্যালয়ের ছাত্র ও ছাত্রী, বিএনসিসি ক্যাডেটগনকে এয়ার রাইফেল, ০.২২ রাইফেল, বন্দুক, পিস্তল, রিভালবার এবং অন্যান্য ক্ষুদ্রাস্ত্র দিয়ে শুটিংকে লোক প্রিয় করে তোলা। ছোট অস্ত্র দ্বারা লক্ষভেদ নৈপুন্য অর্জনে সংগঠিত করে এবং প্রশিক্ষণ প্রদান করে জাতীয় এবং আন্তজাতিক ভাবে শুটিং এ অংশ গ্রহণ করার মত প্রতিযোগী দল প্রেরণ করা। এছাড়াও নিয়মিত আন্তঃক্রীড়া ও বহিঃক্রিড়া সহ নিয়মিত শুটিং মহড়ার মাধ্যমে ক্লাবের সদস্যদের মধ্যে শুটিং এর প্রতিযোগীতার ব্যবস্থা করা।

 

কার্যনিবাহী কমিটিঃ

1. জনাব মোঃ শাখাওয়াত হোসেন,                                    সভাপতি ও জেলা প্রশাসক,ঝালকাঠি

2.  জনাব এম মজিদ আলী,                                              সহ-সভাপতি ও পুলিশ সুপার, ঝালকাঠি। 

3.  জনাব মোঃ হেমায়েত হোসেন,                                           সহ-সভাপতি

4.  জনাব মোঃ ইউসুফ আলী খান,                                          সহ-সভাপতি

5.  জনাব মোঃ গোলাম কিবরিয়া ঝন্টু                                      সহ-সভাপতি

6.  জনাব মোঃ জাহাঙ্গীর হোসেন বাবুল                                     সাধারণ সম্পাদক

7.  জনাব মোঃ খান সাইরাস আলম                                         যুগ্ম সম্পাদক

8.  জনাব কামরুল ইসলাম খোকন                                          যুগ্ম সম্পাদক

9.  জনাব মীর রফিকুল ইসলাম আজম                                     কোষাধ্যক্ষ

10.জনাব আঃ রশিদ খান                                                     সদস্য

11. জনাব কাজী এমদাদুল হক হান্টু                                          সদস্য

12.জনাব মোঃ আলমগীর হোসেন দুলাল                                    সদস্য

13.জনাব মোঃ শাহ আলম শাহীন                                            সদস্য

14.জনাব মোঃ গোলাম কিবরিয়া টিপূ                                      সদস্য

15.জনাব মোঃ আলমগীর হোসেন                                           সদস্য

16.জনাব মোঃ রিয়াদ হাসান মাহমুদ                                        সদস্য

17.জনাব মোঃ রিয়াজুল মোর্শেদ                                             সদস্য

 

পৃষ্টপোষক সদস্যঃ

1.      আলহাজ্ব সোহরাব হোসেন।

2.     জনাব মোঃ খলিলুর রহমান।

 

আজীবন সদস্যঃ

1.   আলহাজ্ব আব্দুল মজিদ হাওলাদার

2.   আলহাজ্ব সরদার মোঃ শাহ আলম

3.  বাবু রনজিৎ কুমার চৌধুরী

4.  আলহজ্ব আঃ হাকিম তালুকদার

5.  আলহাজ্ব মোঃ লুৎফর রহমান

6.  জনাব মোঃ আলী আশরাফ খান

7.  গোপাল চন্দ্র ঘোষ

8.  জনাব রাজা রফিকুল ইসলাম রফিক

9. জনাব রফিকুল ইসলাম (হক)

10.জনাব মীর রফিকুল ইসলাম আজম

11.  জনাব মোঃ শফিকুল আলম

12.জনাব মিজানুর রহমান মিজান

13.বাবু সুভাষ চন্দ্র বনিক

14.  জনাব মোঃ নুরুল ইসলাম খলিফা

15.আলহাজ্ব আবু বকর খান বাচ্চু

16.জনাব গোলাম কিবরিয়া ঝন্টু

17.আলহাজ্ব লিয়াকত আলী তালুকদার

18.জনাব আঃ করিম খান

19.জনাব মোঃ ফিরোজ আহম্মেদ

20.আলহাজ্ব মোঃ শামসুল হক মনু

21.জনাব আঃ রশিদ খান

22.জনাব মোঃ ওয়ালিউর রহমান হিরু

23. জনাব সৈয়দ মোঃ আবু জাহিদ জিয়াউল হক

24.জনাব মোঃ হেমায়েত হোসেন হিমু

25. জনাব মোঃ নুরু হোসেন মিরন

26. জনাব সৈয়দ নূর উদ্দিন আহম্মেদ

27.জনাব মোঃ মোবারেক হোসেন মল্লিক

28. আলহাজ্ব শাহ আলম শাহী

29.জনাব মোঃ সোহেল

30.  জনাব মোঃ আবুল বাসার

31.জনাব তৈয়বুর রহমান

32. জনাব মোঃ রেজাউল করিম খান

33.জনাব আঃ হালিম গাজী

34.জনাব কাজী শামসুল আলম

35.গৌতম চন্দ্র গোষ

 সাধারণ সদস্যঃ

1.জনাব জাহাঙ্গীর হোসেন বাবুল

2.জনাব আলমগীর হোসেন দুলাল

3. জনাব ওয়ারেচ আলী খান

4.জনাব ইউসুব আলী খান

5.জনাব কাজী এমদাদ আলী হান্টু

6.জনাব মীর জিয়াউদ্দিন মিজান

7.জনাব খান সাইরাছ আলম

8.জনাব এ্যাডঃ আনিস সিকদার

9.জনাব কামরুল ইসলাম খোকন

10.জনাব গোলাম রববানী টিপু

11.  জনাব আরমিন নিশাথ লিজা

12.জনাব রিয়াদ হাসান মাহমুদ

13.জনাব মোঃ গোলাম মঞ্জুর রাহি

14.  জনাব রিয়াজুল মোর্শেদ

15.জনাব পান্না লাল মন্ডল

 

শুটার সদস্যঃ

1.জনাব মোঃ সাইফুল

2.জনাব বাপ্পি হাসান

3.জনাব রিয়াজুল মোর্শেদ

4.জনাব পাপিয়া ইসলাম

5.জনাব শিরিন আক্তার

6.জনাব বর্ণা আক্তার

 

কার্যক্রমঃ

বর্তমানে ক্লাবে নিয়মিত শুটার দ্বারা সপ্তাহে দু’দিন শুটিং অনুশীলন হচ্ছে। পাশাপাশি নতুন শুটার স্কুল কলেজ থেকে সংগ্রহ করে অভিজ্ঞ প্রশিক্ষকের দ্বারা আন্তঃক্লাব, জাতীয় এবং অন্যান্য প্রতিযোগিতায় অংশগ্রহণ করানো হয়। এ ক্লাবের শুরু থেকেই নিজস্ব ১০ মিটার শুটিং রেঞ্জ রয়েছে।

 

অর্জনঃ

রাইফেল ক্লাব প্রতিষ্ঠার পরে বিভিন্ন পর্যায়ে আন্তঃক্লাব শুটিং প্রতিযোগীতায় অংশগ্রহনের মাধ্যমে ক্রমান্বয়ে ফলাফলের উন্নতি হয় এবং জাতীয় শুটিংয়েও যে ক’বার অংশগ্রহণ করে তার ফলাফল সন্তোষজনক।