তারুণ্যের উৎসব ২০২৫ |
বাংলাদেশের ফুটবলের উন্নয়ণ ও প্রসারে আন্তর্জাতিক ফুটবলের সর্বোচ্চ সংস্থা (FIFA) এর নির্দেশনা অনুযায়ী জেলা ক্রীড়া সংস্থা থেকে পৃথক করে দেশের সকল জেলায় জেলা ফুটবল এসোসিয়েশন গঠন করা হয়েছে । এরই ধারাবাহিকতায় বাংলাদেশ ফুটবল ফেডারেশনের নির্দেশনা ও জেলা ফুটবল এসোসিয়েশনেরা গঠন তন্ত্র অনুযায়ী গত ১৫/০১/২০০৮ খ্রিঃ নির্বাচনের মাধ্যমে ঝালকাঠি ফুটবল এসোসিয়েশন গঠিত হয়েছে । জেলা ফুটবল এসোসিয়েশন জেলা ক্রীড়া সংস্থার একটি সহযোগী সংস্থা । এসোসিয়েশনের নিজস্ব কোন ভবন ও মাঠ নেই । স্থানীয় পুরাতন স্টেডিয়ামে জেলা ক্রীড়া সংস্থার একটি কক্ষে অস্থায়ীভাবে দাপ্তরিক কাজ চালিয়ে যাওয়া হচ্ছে। জেলার ফুটবলের মান উন্নয়ন এবং বিভিন্ন বয়স ভিত্তিক ও লীগ খেলা পরিচালনা এই এসোসিয়েশন উদ্দেশ্য । তাছাড়া জাতীয় ও বিভাগীয় পর্যায়ে বিভিন্ন ফুটবল প্রতিযোগিতায় অংশগ্রহন এই এসোসিয়েশন লক্ষ্য । আর্থিক বরাদ্দ না থাকায় বর্তমানে কোন খেলাধূলার আয়োজন করা যাচ্ছে না । মাননীয় জেলা প্রশাসক ও পুলিশ সুপার মহোদয় পদাধিকার বলে যথাক্রমে এসোসিয়েশনর প্রধান পৃষ্ঠপোষক ও পৃষ্ঠপোষক । ১৩ সদস্য বিশিষ্ট কার্যনির্বাহী পরিষদ গঠিত আছে । কার্যনির্বাহী পরিষদ কর্তৃক নিয়োগকৃত দুই জন নির্বাহী যথাক্রমে সাধারন সম্পাদক ও যুগ্ন সম্পাদক বিদ্যমান আছে ।
পরিকল্পনা ও বাস্তবায়নে: মন্ত্রিপরিষদ বিভাগ, এটুআই, বিসিসি, ডিওআইসিটি ও বেসিস