গাভারামচন্দ্রপুর ইউনিয়নে ভারুকাঠি গ্রামের মধ্যখানে অবস্থিত এ মিয়াবাড়ি মসজিদ
প্রথমে ঝালকাঠী কলেজ মোড় গিয়ে বাস যোগে নবগ্রাম যেতে হবে, এর পরে টেম্পু যোগে গুদিগাটা নামতে হবে, এর পরে একটু ভিতরে বামে গিয়ে এই ভারুকাঠী মিয়া বাড়ী তিন ঘম্বুজ জামে মসজিদ।
0
শাহজাদা সুজার সঙ্গী হিসেবে এসে বর্তমান ভারুকাঠিতে আসতানা গাড়েন শেখ আব্দুল মজিদ। নির্মাণ করেন পাকা মসজিদ। মসজিদটি তিন গম্বুজ বিশিষ্ট। এর দেয়াল ৪২ ইঞ্চি পুরু। মসজিদের সামনে দিঘি ঘাটলা বাঁধানো। এ দিঘি বাঁধানো ঘাটলা শেরে বাংলার স্মৃতি বিজড়িত। এখানে কয়েক শত বছরের পুরাতন গাবগাছটিও শেরে বাংলার স্মৃতি বিজড়িত।
পরিকল্পনা ও বাস্তবায়নে: মন্ত্রিপরিষদ বিভাগ, এটুআই, বিসিসি, ডিওআইসিটি ও বেসিস