ঝালকাঠি জেলার ঝালকাঠি সদর উপজেলার পোনাবালিয়া ইউনিয়নের হাজারগাতি মৌজায় বহতা সুগন্ধা নদীর তীরে অবস্থিত।
বরিশাল অথবা ঝালকাঠি থেকে বাস, মাইক্রো, মোটর সাইকেল বা অটোযোগে যাওয়া যায়।
পোনাবালিয়া শিব মন্দিরের পিছনে আছে পৌরানিক ইতিহাস। সত্যযুগের কাহিনী, রাজা দরাজ, শিব এবং দুর্গার কাহিনী। দুর্গার ছিন্নভিন্ন একান্ন খন্ড দেহের নাক এসে পড়ে এখানে ।এরপর বাংলা ৯০০ সালে প্রথম শিবের রুপ প্রকাশ পায়। প্রতিবছর হিন্দুদের এ তীর্থ স্থানে প্রচুর লোকজনের সমাগম হয়। শিবের ভক্তরা তো আসেই, এছাড়া মুসলমান ধর্মাবলম্বীরাও সাম্প্রদায়িকতা ভুলে এ মেলায় যোগ দেয়।
পরিকল্পনা ও বাস্তবায়নে: মন্ত্রিপরিষদ বিভাগ, এটুআই, বিসিসি, ডিওআইসিটি ও বেসিস