Wellcome to National Portal
মেনু নির্বাচন করুন
Main Comtent Skiped

শিরোনাম
ভিমরুলী পেয়ারা বাগান ও ভাসমান পেয়ারা বাজার
স্থান

ঝালকাঠির ভিমরুলিতে অবস্থিত।

কিভাবে যাওয়া যায়

ঝালকাঠি জেলা শহর থেকে বাস, প্রাইভেট কার, অটোসহ বিভিন্ন যানবহনে যাওয়া যায়।

বিস্তারিত

এশিয়া মহাদেশের বৃহত্তম পেয়ারা বাগান গড়ে উঠেছে তিন জেলা ঝালকাঠি , বরিশাল এবং পিরোজপুরের সিমান্তবর্তী এলাকায়। ঝালকাঠি জেলার ৫৬২ হেক্টর এলাকাজুড়ে গড়ে উঠেছে এই বাগান। পেয়ারা চাষের সাথে এই জেলার প্রায় ১৫৩০ জন কৃষক জড়িত এবং বার্ষিক পেয়ারা উৎপাদন ৬৩৫৫ মেঃ টন।

বাজার সংলগ্ন দোকানের গরম গরম রসগোল্লার স্বাদ আর বৌদির হোটেলের খাবার মনে জাগাবে তৃপ্তির স্বাদ। এখানে থাকার জন্য আছে রেস্ট হাউজ হোটেল এবং বোডিং। চাইলেই যে কেউ দেশের যেকোন প্রান্ত থেকে বাস, লঞ্চ কিংবা প্রাইভেটকারে অনায়াসে চলে আসতে পারে দেশের ভিন্ন প্রকৃতির এই অপরূপ প্রাকৃতিক নৈসর্গিক সৌন্দর্য উপভোগ করতে। পেয়ারা বাগানে ব্যাকওয়াটারে খালের সাথে লাগোয়া ঘরবাড়ি, ব্রিজ ও রাস্তার সম্মোহনী রূপ মুগ্ধ করবে সকলকে। খালের মধ্যে চলার সময় চাইলেই হাত বাড়িয়ে ধরা যায় পেয়ারা আমড়া বা লেবু। যদি বৃষ্টি হয় তবে চারপাশটা অপার্থিব সৌন্দর্যে মোহনীয় হয়ে উঠে। সরু খালে সারি সারি ভাসমান সবুজ সতেজ পেয়ারা ভর্তি নৌকা আর দুই তীরের প্রাকৃতিক মনভোলা সৌন্দর্য মুগ্ধ করবে যে কাউকে।