Wellcome to National Portal
মেনু নির্বাচন করুন
Main Comtent Skiped

শিরোনাম
বারোচালা
কিভাবে যাওয়া যায়

ঝালকাঠি  থেকে বাস , মাইক্রো, অটো, মোটরসাইকেল যোগে যাওয়া যায়।



বিস্তারিত

বারোচালা একটি ঐতিহ্যবাহী স্থান। এটি কেন্দ্রীয় কালিবাড়ির নাট মন্দির এবং ১৯৮১ সালে ভূকৈলাশ জমিদার সত্যশরণ প্রতিষ্ঠা করেন। এক সময় এটি ঝালকাঠির রাজনৈতিক কেন্দ্রস্থল ছিল। বিভিন্ন সভা, সমাবেশ,  হতো এখানে। এই বারোচালায়ই ব্রিটিশ বিরোধী আন্দোলনের অন্যতম নেতা সুভাস বসু, শের-ই-বাংলা এ.কে. ফজলুল হক, মনোরমা বসু মাসিমাসহ তৎকালীন বহু নেতানেত্রী সভা করেছেন। এই বারোচালা বায়ান্ন, বাষট্রি, ছেষট্রি, উনসত্তর ও একাত্তরের আন্দোলনের স্বাক্ষী। আবার এ স্থান যাত্রাপালা, জারিগান, কবিগান, ভজন, কীর্তন, রয়ানি প্রভৃতি অনুষ্ঠানের স্মৃতিবাহক।