এটি ঝালকাঠির নলছিটিতে অবস্থিত
বরিশাল অথবা ঝালকাঠি থেকে বাস , মাইক্রো, অটো, মোটরসাইকেল যোগে যাওয়া যায়।
ঝালকাঠি ছিল এদেশের কলকাতা অর্থাৎ বাণিজ্যিক শহর। তার আরো একটা জ্বলন্ত প্রমাণ এই চীনের নাগরিকের কবর। ব্রিটিশ আমলে সুদূর চীন থেকে এদেশে এসে ব্যবসা করত। তারা মূলত নারকেল, সুপারি, ডাল, তেতুল, মরিচ, সরিষা, তিল, প্রভৃতির ব্যবসা করত। এ সব কিনে তারা তাদের মাঠে শুকাতো। এরপর কলকাতা, করাচি, মুম্বাই প্রভৃতি এলাকায় সরবরাহ করত। এই কবরটি নলছিটি বাজারে অবস্থিত।
পরিকল্পনা ও বাস্তবায়নে: মন্ত্রিপরিষদ বিভাগ, এটুআই, বিসিসি, ডিওআইসিটি ও বেসিস