Wellcome to National Portal
মেনু নির্বাচন করুন
Main Comtent Skiped
তারুণ্যের উৎসব ২০২৫

শিরোনাম
ঘোশাল রাজার বাড়ি
স্থান

ঝালকাঠির সুগন্ধা নদীর তীরে

কিভাবে যাওয়া যায়

ঝালকাঠি  থেকে বাস , মাইক্রো, অটো, মোটরসাইকেল যোগে যাওয়া যায়।


বিস্তারিত

পশ্চিমবঙ্গের ভূকৈলাশ এলাকার জমিদার কালিশংকর ঘোষাল এখানে প্রথম পত্তনি নেন। ঘোষাল রাজাদের বাড়ির কিছু অংশ এখনও টিকে আছে। এর  পিছনে আছে রাজাদের পারিবারিক শিব মন্দির এবং শত বর্ষের পুরাতন টগর ফুলের গাছ।  কিছু নিদর্শন এখনও আছে। এই বাড়িটি পুরাতন কলেজ হিসেবে পরিচিত। কারণ এই বাড়িতেই ঝালকাঠি কলেজ প্রতিষ্ঠা হয়েছিল। বর্তমানে বাড়িটির অধিকাংশ সুগন্ধা নদীতে ভেঙ্গে গেছে। কালিশংকর ঘোষালের পুত্র সত্যশরণ ঘোশালই ঝালকাঠির বর্তমান কালী বাড়ী প্রতিষ্ঠা করেন।