বাজার রোড, কীর্ত্তিপাশা ইউনিয়ন, ঝালকাঠি সদর উপজেলা।
ঝালকাঠি সদর উপজেলা থেকে বাস , মাইক্রো, অটো, মোটরসাইকেল যোগে যাওয়া যায়।
কীর্ত্তিপাশার জমিদারদের পূর্বপুরুষরা ভারতের দাক্ষিণাত্য থেকে সেন রাজবংশ প্রতিষ্ঠার সময় ঢাকার বিক্রমপুরে আসেন। সেখান থেকেই দুর্গাদাস সেনগুপ্ত কীর্ত্তিপাশায় বিয়ে করেন। এদেরই বংশধর কালাচাঁদ সেনগুপ্ত এবং তার দত্তক সন্তান চন্দ্রকুমার সেনগুপ্ত এবং ভ্রাতুষ্পুত্র কালিকুমার ছিলেন কীর্ত্তিপাশা জমিদারবাড়ির আদি পুরুষ। রাজা কীর্ত্তি নারায়ণের নাম অনুসারে কীর্ত্তিপাশা নামকরণ করা হয়। রামজীবন সেন কীর্ত্তিপাশা জমিদারবাড়ির প্রতিষ্ঠাতা।
পরিকল্পনা ও বাস্তবায়নে: মন্ত্রিপরিষদ বিভাগ, এটুআই, বিসিসি, ডিওআইসিটি ও বেসিস