Wellcome to National Portal
মেনু নির্বাচন করুন
Main Comtent Skiped

শিরোনাম
কামিনী রায়ের জন্মভিটা
স্থান

ঝালকাঠি জেলার সদর উপজেলার বাসন্ডা গ্রামে

কিভাবে যাওয়া যায়

ঝালকাঠি  থেকে  মাইক্রো, অটো, মোটরসাইকেল যোগে যাওয়া যায়।


বিস্তারিত

কবি কামিনী রায় ১৮৬৪ সালের ১২ অক্টোবর ঝালকাঠির বাসন্ডা গ্রামে জন্মগ্রহণ করেন। বাঙালি নারী সমাজের ঘোর অন্ধকার যুগে বাংলা কাব্য ভুবনে তাঁর আবির্ভাব নিঃসন্দেহে এক বিস্ময়কর ঘটনা। সে সময় ব্রিটিশ ভারতে প্রথম স্মাতক ডিগ্রিধারী নারী কামিনী রায়। শৈশবেই লেখক ও সমাজসেবক বাবার উৎসাহে  কামিনী রায় সাহিত্যের প্রতি আগ্রহী হয়ে ওঠেন।  পনের বছর বয়সে প্রকাশিত হয় তার প্রথম কাব্যগ্রন্থ ‘আলো ও ছায়া’। কামিনী রায়ের সমসাময়িক আর কোন নারী কবির এত বিস্তৃত সাহিত্যচর্চা দেখা যায় না। তিনি একাধারে নারীবাদী, সমাজ সংস্কারক ,কবি এবং আদর্শ শিক্ষক।