এটি ঝালকাঠির বারৈকরণে অবস্থিত।
ঝালকাঠি থেকে বাস , মাইক্রো, অটো, মোটরসাইকেল যোগে যাওয়া যায়।
বারৈকরণে অবস্থিত। মূলত এ বাড়িকে কেন্দ্র করে কাপরের ব্যবসা ছিল ব্রিটিশদের সাথে; আর লন্ডনেও যেত কাপড়। বিজয়া দশমীতে এ বাড়িতে বসত জারি গানের আসর। গনি বয়াতি, মুসলিম বয়াতি, বিজয় সরকার প্রমুখ খ্যাতনামা শিল্পীরা এখানে এসে গান গেয়েছেন। এ বাড়ির সাথে জড়িয়ে আছে স্বাধীনতা যুদ্ধের স্মৃতি। পাক হানাদার বাহিনী এন বাড়িটাকে টর্সার সেল হিসেবে ব্যবহার করতেন।
পরিকল্পনা ও বাস্তবায়নে: মন্ত্রিপরিষদ বিভাগ, এটুআই, বিসিসি, ডিওআইসিটি ও বেসিস